নরসিংদীতে তিন জন করোনা রোগী সনাক্ত: হোম কোয়ারেন্টাইনে ২৩১

0
452
728×90 Banner

হলধর দাস,নরসিংদী থেকে : নরসিংদীতে তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তারা হলো রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের শাহপুর গ্রামের একজন ও ডৌকারচর ইউনিয়নের ডৌকারচর গ্রামে একজন এবং পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকার একজনসহ মোট তিন জন। আজ ৮ এপ্রিল বুধবার নরসিংদী সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রায়পুরার শাহপুর গ্রামের ও পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকার দুই জনই নারায়নগঞ্জে চাকুরী করতেন। এছাড়া নরসিংদী ১০০শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মালি (পরিচ্ছন্ন কর্মী) রায়পুরা উপজেলার ডৌকারচর গ্রামের বাসিন্দা।
এদিকে শাহপুর গ্রামসহ আশেপাশের ৫টি গ্রাম, ডৌকারচরের একটি গ্রাম এবং পলাশের ইসলামপাড়া গ্রামটি লকডাউন করা হয়েছে। এছাড়াও হোম কোয়ারেন্টাইনে ২৩১ জনকে রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here