

নরসিংদী থেকে হলধর দাস : দৈনিক ইত্তেফাক পাঠক ফোরাম আনন্দ বিনোদন সারাদেশ নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে শারীরিক প্রতিবন্ধী বাদশা মিয়াকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বাদশা মিয়ার বাড়ি নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার ।
গত সোমবার নরসিংদী প্রেস ক্লাবে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে ফোরামের সভাপতি মো: রাসেল বিন হাসানাত বলেন, ফোরামের পক্ষ থেকে সমাজের অসহায়, দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধীদের সেবা প্রদান অব্যাহত থাকবে।
এসময় নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক পলাশ, সাধারণ সম্পাদক মো: হুমায়ূন কবির শাহ্, কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন, সাবেক সভাপতি ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি নিবারণ রায়, ফোরামের সাধারণ সম্পাদক মো: তারেক চৌধুরী, সাংবাদিক এম.এ. আউয়াল, বাদল কুমার সাহা, হলধর দাস, মজিবর রহমান, কামরুল ইসলাম কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
