নরসিংদীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭৭টি অভিভাবক ছাউনি “ছায়াপরশ”এর শুভ উদ্বোধন

0
190
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস : অভিভাবকদের দুর্ভোগ লাঘব করার লক্ষ্যে জেলার ৭১টি ইউনিয়ন ও ৬টি পৌরসভা এলাকার মোট ৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনি “ছায়াপরশ”এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৯মার্চ সোমবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন তাঁর সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কমল কুমার ঘোষ,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)চৌধুরী আশরাফুল করিম,জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ভিডিও কন্ফারেন্সে রায়পুরা থেকে কথা বলেন রায়পুরা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু,টিএনও মো: শফিকুল ইসলাম, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ খাঁন,মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া তাপসী ,বেলাব উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার, প্যানেল চেয়ারম্যান খালেদা ইসলাম, মনোহরদী টিএনও সাফিয়া আক্তার শিমু,ইউপি চেয়ারম্যান আব্দুল হাই,মহিলা ভাইস চেয়ারম্যান,পলাশের ভারপ্রাপ্ত টিএনও পারভেজ আহম্মেদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার,ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,প্রধান শিক্ষক মো: আলতাফ হোসেন, মহিলা অভিভাবক সুমী দাস প্রমুখ। বক্তব্যে বক্তাগণ বলেন বর্তমান জেলা প্রশাসক সৃজনশীল কাজের একটি মডেল। প্রাথমিক শিক্ষা শতভাগ বাস্তবায়নে অভিভাবক ছাউনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here