নরসিংদীতে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষ আলোচনা সভা

0
129
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার (২ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়োজিত নরসিংদী শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এতে প্রধান আলোচ্যক ছিলেন বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরাম’৭১ নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল মোতালিব পাঠান। নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী মোর্শেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব সদর উপজেলা প্রকৌশলী মো: শাহ আলম মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন ভূইয়া, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বাচ্চু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট আবৃতিকার প্রধান শিক্ষক মো: আলতাফ হোসেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জেলা প্রশাসন পরিচালক ‘বাঁধনহারা’ শিল্পী গোষ্ঠি। অনুষ্ঠানে শিক্ষক, বীর মুক্তিযোদ্ধাসহ সুধি সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ১ মার্চ-২০২২ইং তারিখে সারাদেশের ন্যায় নরসিংদী সদর উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভায় একযুগে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here