Daily Gazipur Online

নরসিংদীতে শিল্পকলা একাডেমির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, বসন্তবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হলধর দাস : আজ ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, বাঙ্গালীর প্রাণের উৎসব বসন্তবরণ (১৪২৫ বঙ্গাব্দ),বার্ষিক সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে পলাশ তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদীর সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও আইসিটি)সুষমা সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিতি হিসেবে বক্তব্য রাখেন , নরসিংদী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ যথাক্রমে প্রফেসর মোহাম্মদ আলী ও প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া,নরসিংদী সমবায় একাডেমির অধ্যক্ষ হরিদাস ঠাকুর। অধ্যাপক জহিরুল ইসলাম মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোসাঃ শাহেলা খাতুন।
প্রধান অতিথির আগমনের শুরুতে শিল্পকলার শিক্ষার্থী শিশুরা তাকে ফুলের ঢালী ও ফুল ছিটিয়ে বরণ করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি শিল্পকলার বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী শ্ক্ষিার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।