Daily Gazipur Online

নরসিংদীতে ১০০০ অস্বচ্ছল ক্রীড়া পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

হলধর দাস,নরসিংদী থেকে :নরসিংদীতে করোনাভাইরাস(কোভিট-১৯) প্রতিরোধের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নরসিংদী জেলার ক্রীড়া পরিবারের অস্বচ্ছল ১০০০ সদস্যের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির সভাপতি এবং নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
বুধবার (৬মে,২০২০) বিকেলে নরসিংদী মোছলেহ উদ্দিন ভূইয়া স্ট্যাডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে এ খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেন । উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহীন ভূঞা,সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, এই মোছলেহ ভূইয়া মাঠ সবসময় খেলার জমজমাট থাকতো। এখনও থাকতো কিন্তু প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে সাময়িকভাবে খেলা বন্ধ । আমরা আবারও এই মাঠকে জমজমাট অবস্থায় ফিরিয়ে আনবো। শুধু এখন যে খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে তাই নয়, আপনারা আপনাদের অভাব অনটনের কথা আমাকে জানাবেন । আমরা বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিব। সকলের বাড়িতে থাকবেন , সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। সরকারি সকল নির্দেশাবলী মেনে চলবেন।