Daily Gazipur Online

নরসিংদীতে ১ জন চিকিৎসকসহ করোনায় নতুন আক্রান্ত ১৮ : মোট সনাক্ত ৬২

হলধর দাস,নরসিংদী থেকে : নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বিগত ২৪ ঘন্টায় নরসিংদী জেলায় নতুন করে একজন ডাক্তারসহ করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে আরো ১৮ জন । এ নিয়ে নরসিংদী জেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬২ জনে। এর মধ্যে ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসাধীন আছেন ৬১জন। আগে আক্রান্ত অন্যান্যরা চিকিৎসকের নিবিড় পরিচর্যায় ভাল আছেন বলে জানিয়েছেন নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন।
নতুন আক্রান্তদের মাঝে নরসিংদী সদর উপজেলার ১৩ জন ও রায়পুরা উপজেলার ৫ জন। আক্রান্তদের মধ্যে একজনের বয়স ১০ বছর, একজনের বয়স ১৪ বছর। এছাড়া ২০ থেকে ৪০ বছরের মধ্যে ৭ জন, ৬০ বছরের নীচে ৬ জন ও একজনের বয়স ৯৫ বছর।
আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস ও নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, নরসিংদী জেলায় এ পর্যন্ত ডাক্তার ও সাংবাদিকসহ ৬২জন নোবেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।