Daily Gazipur Online

নরসিংদী’র চরাঞ্চলীয় চরদিঘলদী থেকে টেটা উদ্ধার

নরসিংদী থেকে হলধর দাস: আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে কয়েকটি বাড়ি থেকে সংঘর্ষকালে ব্যবহৃত শ’ খানেক দেশীয় সরঞ্জাম “টেটা সামগ্রী” উদ্ধার করা হয়েছে।
শুক্রবার(৫ নভেম্বর’২০২১) জেলা প্রশাসনের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড, বাংলাদেশ- এর সদস্যবৃন্দ অংশগ্রহণ করে। অভিযানে নেতৃত্ব প্রদান করেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
জেলা প্রশাসনের পক্ষে মিডিয়া সেলের আহ্বায়ক আরডিসি শ্যামল চন্দ্র বসাক জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে জেলা প্রশাসন বদ্ধপরিকর।