নরসিংদীর চাঞ্চল্যকর সাবিনা ধর্ষণ ও হত্যাকান্ডের রহস্য উদঘাটন

0
199
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস : নরসিংদীর শিবপুর উপজেলার চাঞ্চল্যকর প্রতিবন্ধী সাবিনা আক্তার(২১) ধর্ষণ ও হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং ধর্ষক সাইফুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব-১১। আজ ১২জুন বুধবার দুপুর ১টায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক কাজী শামসের উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় র‌্যাব-এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন পিপিএম,মামলার তদন্ত কর্মকর্তা সহ র‌্যাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, র‌্যাব-১১ এর একটি বিশেষ গোয়েন্দা দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন, পিপিএম এর নেতৃত্বে ও সঙ্গীয় অফিসার এএসপি শাহ মোঃ মশিউর রহমান, পিপিএম এর সহযোগিতায় চাঞ্চল্যকর সাবিনা আক্তার হত্যা ও ধর্ষণের রহস্য উদঘাটন এবং হত্যাকারী গ্রেফতারের জন্য বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে সর্বশেষ গত ১১ জুন রাত আনুমানিক সাড়ে ৮টায় শিবপুর কলেজ গেট এলাকা থেকে আসামী মোঃ সাইফুল ইসলাম(২৮)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাইফুলের স্বীকারোক্তি মোতাবেক র‌্যাবের আভিযানিক দল ও মামলার তদন্তকারী কমকর্তা ও স্থানীয় জনগণের উপস্থিতিতে তার বাড়ীর বাথরুমের ভিতর থেকে ভিকটিম সাবিনার মোবাইল ও সীম উদ্ধার করা হয় এবং বাড়ির পাশের একটি নোংরা নর্দমা থেকে তার ভ্যানিটিব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভ্যানিটিব্যাগ ভিতরে সাবিনার ব্যবহৃত আয়না, চিরুনি, একটি ওড়না ও অন্যান্য প্রসাধণী সামগ্রী পাওয়া যায়। এছাড়াও হত্যায় ব্যবহৃত আসামীর পরিহিত শার্ট ও আসামীর মোবাইলও উদ্ধার করা হয়।

তিনি জানান, শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামের সাবিনা আক্তার (২১) নামে এক প্রতিবন্ধী যুবতীর সাথে একই উপজেলার পার্শ¦বর্তী দুলালপুর (খালপাড়) গ্রামের মৃত হানিফ উদ্দিন ও গোলাপী বেগমের পুত্র সাইফুল ইসলাম (২৮)এর পরিচয় ঘটে এবং প্রেম নিবেদন করে। গত ৬ জুন বিকেলে সাবিনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই সন্তানের জনক আসামী সাইফুল ইসলাম একটি সিএনজি যোগে স্থানীয় কাজীরচর পূর্বপাড়া গ্রামের মোঃ নাজিম উদ্দিনের কলাবাগানের ভিতর নির্জন স্থানে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এতে সাবিনা বাধা দিলে সাইফুল তার জামা দিয়ে সাবিনাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং হত্যার পর সাবিনার লাশ বিবস্ত্র করে তাকে ধর্ষণ করে । পরে লাশ কলা খেতে ফেলে রেখে সাবিনার ব্যবহৃত মোবাইল ফোন ও ভ্যনিটি ব্যাগ নিয়ে তার নিজ বাড়িতে চলে যায়। ঘটনার পর থেকে সাইফুল আত্মগোপন করে থাকে। গত ৮ জুন স্থানীয় লোকজন উল্লেখিত কলা বাগানে লাশ দেখে শিবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সাবিনার মাতা আফিয়া আক্তার বাদী হয়ে শিবপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।
র‌্যাব-১১ মামলা সূত্রে খবর পেয়ে তাদের একটি গোয়েন্দা দল মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন পিপিএম এর নেতৃত্বে তদন্ত শেষে গত ১১ জুন সাইফুল ইসলামকে গ্রেফতার এবং উল্লেখিত আলামত সমূহ উদ্ধার করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here