Daily Gazipur Online

নরসিংদীর শিবপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ‘কাছি টান’ প্রতিযোগিতা

হলধর দাস : মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিবপুর উপজেলার কামারটেক ‘ তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি’ মাঠে স্থানীয় লাল সবুজ যুব সংঘের উদ্যোগে ২দিন ব্যাপী গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ‘কাছি টান খেলা’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় প্রথম ও দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ শরীফপুর দল কে পরাজিত করে সৃষ্টিগড় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বশিরুল ইসলাম বশির। শিবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন যশোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন।
প্রধান অতিথির ভাষণে রোটারিয়ান বশিরুল ইসলাম বলেন, আমাদের গ্রাম-বাংলার সকল ঐতিহ্য আমাদেরকেই ধরে রাখতে হবে। গ্রাম বাংলার ঐতিহ্যের মধ্যে বিভিন্ন ধরনের খেলাই আমাদের শারীরিক মানসিক সুস্থ্য রাখার মাধ্যম। তাই এগুলো হারালে আমরাও হারিয়ে যাব।কারণ, আমাদের খেলার ঐতিহ্য হাজার বছরের ঐতিহ্য। এগুলো আমাদের প্রাণ। তিনি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপ করেন সুন্দর আয়োজনের জন্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির সভাপতি সহকারি অধ্যাপক মোঃ তফাজ্জল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক যথাক্রমে শফিকুল ইসলাম, মো: রাশেদ মেম্বার, মো: মাসউদুল ইসলাম রানা, কøাবের সভাপতি মোনতাজ মিয়া, সোহরাব মোল্লা,ওহেদুল্লাহ,মো: কফিল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, খেলার প্রথম দিনে ১২ ডিসেম্বর খেলার উদ্বোধন করেন সবুজ পাহাড় অনার্স কলেজের প্রিন্সিপাল মোঃ গিয়াস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন যোশর ইুউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল আহম্মেদ। সভাপতিত্ব করেছিলেন কøাবের সভাপতি মোঃ মোনতাজ মিয়া। সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আপেল মাহমুদ ও শাহজালাল পলাশ।
খেলায় কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে।