Daily Gazipur Online

নরসিংদীর শিবপুরে ৬০ কেজি গাজাসহ দুইজন আটক

নরসিংদী থেকে হলধর দাস: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীস্থ শিবপুর উপজেলার ইটাখোলা এলাকার গোলাপ চত্বরে শনিবার (২৭ আগস্ট) দুপুরে এক কাভার্ড ভ্যান থেকে ৬০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে ইটাখোলা হাইওয়ে পুলিশ। গাজাসহ আটককৃতরা হলোব বরিশালের বাকেরগঞ্জ ভাতশালা এলাকার নাঈম সর্দার (২৪) ও ঢাকার পল্লবী থানার আনন্দীর টেক এলাকার বিজয় মিয়া (২৫)।
ইটাখোলা হাইওয়ে পুলিশের পরিদর্শক নূর হায়দার তালুকদার সাংবাদিকদের জানান, একটি মিনি কাভার্ডভ্যান যোগে গাঁজার চালান ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাচ্ছে এমন গোপন তথ্য পায় হাইওয়ে পুলিশ।
এই তথ্যের ভিত্তিতে সার্জেন্ট শ্রীবাস চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্স কাভার্ড ভ্যানটি আটক করে। এসময় কাভার্ডভ্যানটির ভিতরে তল্লাশি চালিয়ে ২২ টি প্যাকেটে ভর্তি ৬০ কেজি গাঁজা উদ্ধার ও ভ্যানটি জব্দ করা হয়। এঘটনায় শিবপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।