হলধর দাস,নরসিংদী থেকে : মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর আহবানে নরসিংদীতে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বাক্তিগত উদ্যোগে কর্মহীন অসহায় মানুষজনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন। জেলা প্রশাসনের তত্ত¡াবধানে জেলাব্যাপী এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর দিক নির্দেশনায় সদর এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়া আজ ২৩ এপ্রিল সকাল ১১টায় নরসিংদী সদর উপজেলার হাজী মধ্যপাড়ায় কর্মহীন অসহায় ১ শত ৬০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
“হাজীপুর ট্রেডার্স” এর সত্ত¡াধিকারী হান্নান সরকার ও মেহেদী সরকারের উদ্যোগে এবং অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়া উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা ঘরে থাকবেন,নিতান্ত প্রয়োজনে ঘরের বাহিরে গেলে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবেন। তাহলেই করোনা সংক্রামন প্রতিহত করা সম্ভব হবে। ঘরে থেকে কেউ খাবার না পেলে আমাদের জানাবেন। আমরা আপনার ঘরে খাবার পৌছে দেয়ার ব্যবস্থা করবো জেলা প্রশাসনের পক্ষ থেকে।
হাজীপুর ট্রেডার্স-এর মালিকদের ধন্যবাদ জানিয়ে তিনি সমাজের বিত্তবানদের এভাবে অসহায়দের পাশে দাঁড়াবার আহŸান জানান।