Daily Gazipur Online

নরসিংদী অক্সফোর্ড কলেজে ইফতার ও দোয়া মাহফিল

নরসিংদী থেকে হলধর দাস: নরসিংদী অক্সফোর্ড কজে গত ১৪ মে কলেজ ক্যাম্পাসেব ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও নরসিংদী অক্সফোর্ড কলেজের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন, অক্সফোর্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম হানিফা। বক্তব্য রাখেন নরসিংদী পৌরসভার কাউন্সিলর ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক লিটন, নূর আফতার বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক বিজি রশিদ নওশের, অক্সফোর্ড কলেজের পরিচালক সাজ্জাত উল্লাহ বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্সফোর্ড কলেজের সভাপতি ড. শফিউল আজম কাঞ্চন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অক্সফোর্ড কলেজের পরিচালক মো. জাওয়াদুল হক জাহিদ। উপস্থিত ছিলেন কলেজ পরিচালক হাবিবুর রহমান, আরাফাত হোসেন, এন্তাজ মিয়া, মো. আলামিন। সার্বিক পরিচালনায় ছিলেন নরসিংদী অক্সফোর্ড কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুল বাতেন।