নরসিংদী জেলা শাখা প্রগতি লেখক সংঘের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0
337
728×90 Banner

হলধর দাস : বাংলাদেশ প্রগতি লেখক সংঘ,নরসিংদী জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন ২মার্চ শনিবার বিকেলে নরসিংদী সদর উপজেলা মোড় বেলিন্ডা রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও নরসিংদী জেলা উদীচীর সভাপতি প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জাকির হোসেন। সম্মেলন শেষে লেখক শহিদুল হক সুমনকে সভাপতি ও কবি মহসিন খোন্দকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন:- মো:শাহীনুর মিয়া(সহ-সভাপতি), মাহবুবুলআলম কনক(সহ-সভাপতি),এম.এ.রিফাত(সহ-সভাপতি),হাসনাইন হীরা(সহ-সাধারণ সম্পাদক),মিজান টিটু(সাংগঠনিক সম্পাদক),মাইন সরকার(প্রচার ও প্রকাশনা সম্পাদক), অঞ্জন দাস(দপ্তর সম্পাদক),আল আমিন(কোষাধ্যক্ষ),কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মো: রাকিব মিয়া, মো: মমিন আফ্রাদ,লেলিন কবির,সুমন আজাদ,লোকনাথ বর্মন,নাজমুল আলম সোহাগ ও কারিমা পুষ্পিতা। সম্মেলনে নরসিংদী জেলার ৩৫ জন কবি লেখক অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here