Daily Gazipur Online

নরসিংদী দ্বিতীয় বিভাগ টি-২০ ক্রিকেট লীগ: বিলাসদী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন

নরসিংদী থেকে হলধর দাস : নরসিংদী জেলা দ্বিতীয় বিভাগ টি-২০ ক্রিকেট লীগে বিলাসদী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার(6 ডিসেম্বর) নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফাইনাল খেলায় গিলাবের স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গিলাবের স্পোটিং ক্লাব রানার আপ হয়।
খেলা শেষে প্রধান অতিথি নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও ম্যাডেল বিতরণ করেন।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে লীগের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, ক্রিড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মোস্তফা মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভূইয়া , বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব,আনিসুর রহমান ভূঞা, পৌর কাউন্সিলর মোজাম্মেল হক সরকার প্রমুখ।
উল্লেখ্য,গত দুই মাস আগে শুরু এ ক্রিকেট লীগে ৪২টি অংশগ্রহণ করে।