নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি শিল্পপতি তারেক আহমেদ আর নেই

0
231
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস : টি হোসেন এন্ড কোম্পানীর এমডি বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, নরসিংদী সরকারী কলেজের সাবেক ভিপি আলহাজ্ব মাওলানা তারেক আহমেদ (৫২) গত মঙ্গলবার রাত ১১ টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে……… রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল ১৬ডিসেম্বর বুধবার বেলা ২ টায় নরসিংদী সরকারী কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা এবং বিকেল সাড়ে ৩টায় নিজ বাড়ি এলাকা শিবপুরের কারারচরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। গত ৮ ডিসেম্বর তারেক আহমেদ তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি খায়রুল কবির খোকন, শিবপুরের সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন ভূইয়া ইরান, ডাকসুর সাবেক নেতা শাহান শাহ্ খন্দকার সোহেল, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি মন্জুর এলাহী, যুবদল নেতা মহসিন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আফতাব উদ্দিন ভূঁইয়া, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
এছাড়া, নরসিংদীর সাবেক ডিসি কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক অতিরিক্ত সচিব আবু হেনা মোরশেদ জামান প্রেরিত এক বার্তায় তারেক আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here