নরসিংদী সরকারি কলেজ প্রিন্সিপালের উপর হামলার বিচার দাবীতে ক্যাম্পাসে মিছিল

0
291
728×90 Banner

নরসিংদী প্রতিনিধি : ছাত্র নামধারী কতিপয় সন্ত্রাসী কর্তৃক নরসিংদী সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. আনোয়ারুল ইসলামের উপর গত শনিবার সন্ত্রাসী হামলা এবং তাঁর ওপর মলমূত্র ঢেলে দেয়ার ঘটনায় নরসিংদীর রাজনৈতিক ও শিক্ষাঙ্গনসহ সর্বমহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। হামলার প্রতিবাদে কলেজের শিক্ষক পরিষদ ও বি সি এস সাধারণ শিক্ষা সমিতি তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণায় ক্লাশ বর্জন করে। কর্মসূচি ছিল- তিন দিনব্যাপী কালো ব্যাজ ধারণ, পাবলিক পরীক্ষা ব্যতীত কলেজের সকল কার্যক্রম স্থগিত করে ধর্মঘট পালন, শিক্ষা মন্ত্রণালয় ডিস্ট্রিক্ট মিনিস্টার হিসেবে শিল্প মন্ত্রী, স্থানীয় এমপি, জেলা প্রশাসক পুলিশ সুপার বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা পরিষদ চেয়ারম্যান মেয়র ও প্রেসক্লাবসহ সম্ভাব্য সকল স্থানে প্রিন্সিপালের উপর হামলার বিচার দাবি সংবলিত স্মারকলিপি প্রদান , মামলা অনুযায়ী দূর্বৃত্তদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং তিন দিনের মধ্যে হামলাকারীদের কে গ্রেপ্তার করা না হলে আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহত্তর কর্মসূচি ঘোষণা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রথম দিন রবিবার সকাল ১০টায় কলেজের শিক্ষক কর্মচারীরা মাথায় কালো কাপড় বেঁধে এবং বুকে কালো ব্যাজ ধারণ করে শহীদ মিনারের সামনের অবস্থান গ্রহণ করে। বিকেল তিনটে পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা অবস্থান ধর্মঘটে অংশ নিয়ে প্রিন্সিপাল ড. আনোয়ারুল ইসলামের উপর হামলার প্রতিবাদ জানায়।এসময় শিক্ষক পরিষদ ও বি সি এস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ তিন দিনের মধ্যে হামলাকারী আসামীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে নরসিংদী সরকারি কলেজের প্রিন্সিপালের উপর হামলার ঘটনায় নরসিংদীর সর্বস্তরের মানুষের মধ্যেই চাপা ক্ষোভ, অসন্তোষ ও ঘৃণার সৃষ্টি হয়েছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত হচ্ছে নানা ধরনের প্রতিক্রিয়া। সোমবার সকালে ঘটনার প্রতিবাদ জানিয়ে কলেজ ক্যাম্পাসে মিছিল করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক প্রফেসর আই কে সেলিম উল্লাহ, সদস্য সচিব ঢাকা শিক্ষা বোড শাহেদুল কবির, সহযোগী অধ্যাপক সৈয়দ মঈনুল হাসান, সহযোগী অধ্যাপক বদরুনেচ্ছা কলেজ মোঃ মনির হোসেন, মাদরাসা বোর্ডের ইন্সপেক্টর মোঃ আবুল বাশার। বক্তারা বলেন, সারা বাংলাদেশের সকল সরকারি কলেজে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। তারা হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান এবং অবিলম্বে বিচারের আওতায় আনার দাবী জানান।
হামলার ঘটনার পর গত শনিবারই কলেজের প্রিন্সিপাল ড. আনোয়ারুল ইসলাম বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত নামা ৪/৫ ব্যক্তিকে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। যে কোন সময় আসামীদের গ্রেফতার করা হবে। অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় অনেক শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক ঘটনাটিকে একটি ন্যক্কারজনক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেছেন এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাবার ভাষা আমাদের নেই। শুধু এটুকু বলা যায, একজন সরকারি কলেজের প্রিন্সিপালের উপর এ ধরনের বর্বর হামলা একটি জাতির জাতীয় পরিচয়ের উপর কালিমা লেপন করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here