নাইক্ষ্যংছড়িতে ব্রাক স্বাস্থ্যের উদ্যোগে কীটনাশক যুক্ত মশারী বিতরন

0
192
728×90 Banner

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ব্রাক স্বাস্থ্যের উদ্যোগে কীটনাশক যুক্ত মশারী বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ১৩ মে সকাল সাড়ে দশটার সময় পুরাতন ইউনিয়ন পরিষদ হলরুমে বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ,আলম কোম্পানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশারী বিতরন কার্যক্রম অনানুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ ও ব্রাক স্বাস্থ্যের উদ্যোগে উপজেলা সাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী মশারী বিতরন কার্যক্রমে ২০১৫সালে বিতরন কৃত খানায় এবং নতুন ও বর্ধিত খানায় সর্বমোট ৩৫০টি কীটনাশক যুক্ত মশারী বিতরন করা হয়েছে। এছাড়া ক্রমান্বয়ে আরো ১০০ টি সহ সর্বমোট ৪৫০ মশারী বিতরন করা হবে বলে জানান ব্রাক সাস্থ্যের সিনিয়র উপজেলা ম্যানেজার সুমন দাশ।
ফিল্ড অর্গানাইজার নুরুল আবছার রিপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সাস্থ্য পরিদর্শক জানিমে চাক, সিনিয়র ব্যবস্থাপক (ব্রাক সাস্থ্য) সুমন দাশ, টি এ ল্যাব সুষম চাকমা, ইউপি সদস্য থোয়াইচালা চাক প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here