
কামরুল হাসান প্রিন্স, গাইবান্ধা প্রতিনিধি: বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর” এই প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নাকাই ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা মোঃ আব্দুল আজিজ শেখ এর আয়োজনে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে রবিবার বিকেলে মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮নং নাকাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান।
নাকাই ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিসদ গাইবান্ধা এর সদস্য জননেতা আব্দুল হান্নান আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগ নাকাই ইউনিয়নের সাধারন সম্পাদক মোকছেদুল আমিন রিপন,যুবলীগ নেতা এস এম মিজান।”উদ্দীপ্ত” স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সকলসহ সদস্যের উপস্থিতিতে ই -সেবা ক্যাম্পেইন অনুষ্ঠান পরিপূর্ণতা পায়।
ই-সেবা ক্যাম্পেইনে ডিজিটাল সেন্টার এর সেবা সমুহ তুলে ধরে সরকারি বেসরকারি সকল সেবা পেতে নিকটস্থ ডিজিটাল সেন্টারের যোগাযোগ করতে বলা হয়। এখানে পাসপোর্টের আবেদন ও ফি জমাদান প্রদান করা হয়। বিদ্যুৎ বিল জমাদান, ই- নামজারি। মুক্তপাঠ অনলাইন কোর্স। হজ্ব, প্রাক নিবন্ধন, মেডিকেল ভিসা, ডাক্তারের এপোয়েন্টমেন্ট,জমির পর্চা- ই নামজারি,ফটোকপি, স্ক্যানিং, লেমিনেটিং,ভিডিও রেকর্ডিং,ভিসা চেকিং,
ট্রেড লাইসেন্স, রবি সেবা, অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন ফি জমাদানসহ অনলাইনে বিভিন্ন সরকারি ফরম পূরণ, মোবাইল ব্যাংকিং,ইমেইল, সরকারি-বেসরকারি ত্রাণ, চারিত্রিক সনদের আবেদন, নাগরিক সনদের আবেদন,ওয়ারিশ সনদের আবেদন,অনলাইনে জাতীয় পরিচয় পত্র সংশোধন,অনলাইনে জিডি। বিদেশ গমনেচ্ছুক কর্মীদের অনলাইন রেজিস্ট্রেশন সেবা প্রদান করা হয়।এছাড়াও অনলাইনে জন্ম নিবন্ধন, টিকেটিং সার্ভিস ( বাস, লঞ্চ, বিমান, ট্রেন) সহ বিভিন্ন প্রকার সেবামূলক কাজ করে থাকেন ইউনিয়ন ডিজিটাল সেন্টার।
মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইনে ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর সেবা সমুহ উপস্থিত ব্যাক্তিদের মাঝে ভিডিও চিত্র প্রদর্শন ও লিফলেট বিতরন করা হয়। মাসব্যাপী চলবে এই ক্যাম্পেইন।






