নারী নির্যাতনের প্রতিবাদে নরসিংদীতে সুজনের মানববন্ধন

0
94
728×90 Banner

নরসিংদী প্রতিনিধি : ক্রমাগত নারী নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ ১০ অক্টোবর শনিবার সকাল ১১টায় নরসিংদী সদর উপজেলা মোড়ে প্রেসক্লাবের সামনে “সুজন-সুশাসনের জন্য নাগরিক” এর উদ্যোগে মানববন্ধন কর্মসুচী পালন করা হয় ।
নরসিংদী জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সভাপতিত্বে জেলা সম্পাদক হলধর দাস , সাবেক সম্পাদক আসাদুজ্জামান খোকন, সদস্য যথাক্রমে রায়হানা সরকার, এম মোজাম্মেল হক,তোফাজ্জল হোসেন, সতীশ রঞ্জন দে ,শহীদুল্লাহ খন্দকার ও অধ্যাপক হুমায়ূন কবির এর নেতৃত্বে অনুষ্ঠিত জনাকীর্ণ মানববন্ধন কর্মসূচীতে ১১টি দাবী উপস্থাপন করা হয়। এগুলোর মধ্যে —
১। ধর্ষণসহ সকল ধরণের নারী নির্যাতন প্রতিরোধে রাস্ট্রকর্তৃক যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২।ধর্ষণ সহ প্রতিটি নারী নির্যাতনের যেেথাপযুক্ত তদন্ত পূর্বক দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৩।ধর্ষকসহ নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
৪। ধর্ষণের সর্বোচ্চ দাবী হউক মৃত্যুদন্ড।
৫। দুর্বৃত্তায়িত রাজনীতি নয়, জনকল্যাণমুখী আদর্শভিত্তিক রাজনীতি চাই।
উলে­খযোগ্য।
বক্তারা বলেন, প্রতিদিনই গণমাধ্যমে নারীর প্রতি সহিংসতা ও বিভিন্ন ধরণের নিপীড়নের যে সকল খবর প্রচারিত ও প্রকাশিত হচ্ছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় । এসকল ঘটনার প্রতিবাদে ইতোমধ্যেই সারাদেশ উত্তাল হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে আজকের কর্মসূচী মানববন্ধন। তাই আমরা চাই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার দ্রুতই এমন কোন পদক্ষেপ গ্রহণ করুক , যা দেশে দেশবাসী আস্বস্ত হয়।
মানববন্ধন শেষে প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালী সদর উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here