Daily Gazipur Online

না ফেরার দেশে চলে গেলেন মাওলানা সিরাজী

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট : বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি, ইউনাইটেড ফোরাম শাহজালাল উপশহর সিলেটের সভাপতি ও হিলভিউ ট্রেডিং কোম্পানী লিমিটেডের ভাইস চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সিলেটের ইসলামি রাজনৈতিক অঙ্গন ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে পড়ে।
মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন “ইউনাইটেড ফোরাম” শাহজালাল উপশহর সিলেটের নেতৃবৃন্দ।