নিউরোসার্জারি এ্যালামনাই এ্যাসোসিয়েশনের ২য় পুনর্মিলনী অনুষ্ঠান

0
144
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া স্যার চিকিৎসকদের প্রতি বিবেক, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০১৯ইং তারিখে প্রফেসর রশিদউদ্দিন আহমেদ সেমিনার হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের এ্যালামনাই এ্যাসোসিয়েশনের ২য় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য মহোদয় এ আহ্বান জানান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সম্মানিত উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এটিএম মোশারেফ হোসেন। অনুষ্ঠানে এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ, দেশের বিশিষ্ট নিউরোসার্জনবৃন্দ, নিউরোসার্জারি বিভাগের সম্মানিত শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া বলেন, প্রত্যেককে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। তবেই সততার সাথে দায়িত্ব পালনের পথ সুগম হবে। বিবেক জাগ্রত হলে মানবকল্যাণ হবে। রোগীরা চিকিৎসকদের কাছে অনেক আশা নিয়ে আসেন। আন্তরিকতার সাথে চিকিৎসাসেবা প্রদান, সুন্দর আচরণ ও ব্যবহার এবং ভালোবাসা দিয়ে রোগীর মন জয় করতে হবে। সকলকেই নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। ছবি: মোঃ আরিফ খান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here