মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডে নারায়নকুল এলাকায় গতকাল শুক্রবার নিউ নেশন মডেল হাই স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও স্কুলের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রফুল্লতায় সরব ছিল স্কুলের খেলার মাঠ প্রতিযোগিতায় অংশ নেয় স্কুলের শিক্ষার্থীরা। এর মধ্যে ছিল ১০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, ঝুড়িতে বল সংগ্রহ, বেলুন ফাটানো দৌড়, ব্যাঙ–দৌড়, মোরগ–লড়াই, বল সংগ্রহ দৌড়, হাঁড়িভাঙা, বল নিক্ষেপ ইত্যাদি। ১৩টি দলে খেলা পরিচালিত হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ২টি করে খেলায় অংশগ্রহণ করতে হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধান অতিথি ও স্কুলের শিক্ষক, শিক্ষিকা, আমন্ত্রিত অতিথি, অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুলসংখ্যক দর্শক।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সুলতান উদ্দিন আহম্মেদ সাবেক কাউন্সিলর, ৪২ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন।
প্রধান অতিথি বলেন, খেলাধুলা বা ক্রীড়া শিক্ষার একটি অংশ, শিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলায় পারদর্শী হতে হবে। ক্রীড়া শুধু শারীরিক সুস্থতার মাধ্যমই নয়, এটি আত্মবিশ্বাস, আন্তরিকতা, শৃঙ্খলা ও সহযোগিতার মানসিকতা গড়ে তোলে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শহিদুল্লাহ শহিদ (ভান্ডারী) সভাপতি, নিউ নেশন মডেল হাই স্কুল।জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা জামির উদ্দিন পাঠান ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন মোঃ আব্দুল জলিল। প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন মোঃ হাসেন আলী ও মোঃ আব্দু মিয়া।খেলা উদ্বোধন করেন মোঃ রাহাজ উদ্দিন শেখ ও মোঃ জাহাঙ্গীর আলম (জয়)।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী লক্ষণ চন্দ্র দাস, নাজমুল হক ভূঁইয়া, এ্যাড, আব্দুল মোতালিব, শাহীন শেখ,বরকত মিয়া,লাল মিয়া,মোখলেছ মিয়া,বাবুল মিয়া,শ্রী সুমন চন্দ্রদাস,আব্দুল হক মিয়া, মনির হোসেন ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ে কার্যকরী কমিটির সকল সদস্য বৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী এবং সকল সম্মানিত অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিউ নেশন মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম রফিক, পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন নিউ নেশন মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইয়াছিন পাঠান।
নিউ নেশন মডেল হাই স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
