নিখোঁজ নাটক সাজিয়ে নাতিকে বিক্রি : নানী গ্রেফতার

0
258
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস: নরসিংদীর পলাশে সাড়ে তিন বছরের নাতি তাওহিদকে হারানোর নাটক সাজিয়ে ১২ হাজার টাকায় বিক্রির অভিযোগে শিশুটির নানীকে আটক করেছে পুলিশ। পলাশ থানা পুলিশ মঙ্গলবার রাতে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দক্ষিণগাঁও গ্রাম থেকে শিশু তাওহিদকে উদ্ধার করে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বালুচর পাড়া গ্রামের নান্নু মিয়ার মেয়ে রোকসানা বেগম বিগত তিন মাস পূর্বে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের হতদরিদ্র আলাউদ্দিনের কাছ থেকে তাওহিদ নামের ওই শিশুটিকে পালক আনে। গত ঈদুল ফিতরের ১০ দিন পর রোকসানা তার পালক পুত্র শিশু তাওহিদকে মা-বাবার (নানা-নানি) কাছে রেখে সাতক্ষীরায় তার স্বামীর বাড়িতে চলে যায়। এরপর শিশুটিকে রোকসানার মা-বাবা লালন-পালন করতে থাকেন।
গত রোববার সন্ধ্যায় রোকসানার বাবা নান্নু মিয়া রানু বেগমকে তাওহিদ কোথায় জিজ্ঞাসা করলে তিনি জানান, তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। পরে সেদিন রাতেই নান্নু মিয়া বাদী হয়ে পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
রোকসানার মা রানু বেগম (৫২) কে সন্দেহ হলে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর রানু বেগম তার নাতী শিশু তাওহিদকে ১২ হাজার টাকায় গাজীপুরের কাপাসিয়ার দক্ষিণগাঁও গ্রামের নিঃসন্তান বাবুল মিয়ার কাছে বিক্রি করে দেয়ার কথা স্বীকার করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here