Daily Gazipur Online

নিজেদের রেশন বাঁচিয়ে ত্রাণ দিচ্ছে সেনাবাহিনী

ডেইলি গাজীপুর প্রতিবেদক: চট্টগ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি কর্মহীন মানুষের সহায়তায় কাজ করছে সেনাবাহিনী। প্রতিটি টহল ইউনিট নিজ নিজ এলাকায় দৈনিক শতাধিক পরিবারকে ১৫ দিনের খাদ্য সহায়তা দিচ্ছে। আর এ ত্রাণের ব্যবস্থা তারা করছেন নিজেদের রেশন বাঁচিয়ে।মঙ্গলবার (০৫ মে) সকালে নগরীর মোহরার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অসহায় মানুষদের ত্রাণ সহায়তা দেয় সেনাবাহিনীর একটি দল। ৪৪ শোরড মিসাইল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মামুনুর রশিদ এই ত্রাণ সহায়তা তদারকি করছেন। এভাবেই নিজ নিজ টহল এলাকায় অসহায় মানুষকে ত্রাণ সহযোগিতা দিচ্ছে সেনাবাহিনী।২৪ পদাতিক ডিভিশন শোরড মিসাইল রেজিমেন্ট অধিনায়ক ৪৪ লে কর্নেল জি এম মামুনুর রশীদ বলেন, আমাদের নিজ নিজ দায়িত্বরত এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম দেয়া হচ্ছে।ত্রাণ সহযোগিতা দেয়ার পাশাপাশি দিনভর সেনা সদস্যদের সামাজিক দূরত্ব নিশ্চিতেও কাজ করতে হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড় এবং সড়কগুলোতে রয়েছে সেনা সদস্যদের অবস্থান।
সেনাবাহিনীর টহলের টিম লিডার ক্যাপ্টেন সালমান বলেন, মানুষের জটলা যেন না হয়, সেদিকে আমরা সর্বত্র খেয়াল রাখছি। গত ২৮ মার্চ থেকে সেনাবাহিনীর ২০টি টহল টিম দু’শিফটে কাজ করছে।