নিজ উদ্যোগে উত্তর চাষাঢ়ায় জীবানুনাশক স্প্রে করলেন সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি

0
193
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক : ব্যক্তিগত উদ্যোগে পরিবারের সদস্যদের নিয়ে নিজ এলাকার বিভিন্ন বাসা বাড়ি ও রাস্তাঘাটে জীবানুনাশক স্প্রে এবং পথচারিদের মাঝে মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার বিতরণ করেছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি। শুক্রবার(৩ এপ্রিল) বেলা ১১টা থেকে নারায়ণগঞ্জের উত্তর চাষাঢ়ায় এ কার্যক্রম পরিচালনা করেন তিনি।
জানা গেছে, মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশী নারী শ্রমিকদের কল্যাণে কাজ করে সর্বত্র মানবতার উদাহরন হিসেবে পরিচিত তিনি। পাশাপাশি দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে চলেছেন।
সমাজ পরিবর্তনে বিশেষ ভূমিকা রেখে চলা এ মানবাধিকার কর্মী বলেন- ‘‘সবার আগের নিজের এলাকাকে জীবানুমুক্ত করতে হবে, নিজের এলাকার সবাইকে সচেতন করতে হবে। এই সঙ্কটের মুহুর্তে সবাই আপনারা লকডাউন মেনে ঘরে থাকুন, আমরা আছি আপনাদের জন্য।’
ঢাকারনিউজ২৪.কম এর প্রধান সম্পাদক প্রীতি আরো বলেন- ‘এই ভয়াবহ করোনাভাইরাস পরিস্থিতিতে অনেক কিছু হয়ত করতে পারছিনা, কিন্তু চেষ্টা করে যাচ্ছি নিজের সাধ্যের মধ্যে থেকে সর্বোচ্চটুকু দিয়ে সাধারন মানুষের পাশে থাকতে। আশা করছি আগামী রোববার-সোমবারের মধ্যেই দুস্থদের পাশাপাশি আমাদের পরিচিত মধ্যবিত্ত শ্রেণীর প্রিয় মানুষদের জন্যও গোপনে কিছু সহযোগিতা করতে পারব। চেষ্টা চলছে আন্তরিকভাবে। ওটা সহযোগিতা হবেনা, ওটা হবে শুধুই ভালোবাসা। আল্লাহ পাক যেনো আমাদের সমস্ত বিশ্ববাসীকে হেফাজত করেন।’
এসময় তার সাথে উপস্থিত থেকে এ মহতি কার্যক্রমে অংশ নেন কাউসার সরকার, প্রেমা রহমান মন, সাইফুর সামির সাইম।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here