নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীদের দাবি যাত্রী অধিকার সংরক্ষণ বাস্তবায়ন জরুরী

0
246
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ২০১৮ সালের ২৯ জুলাই ঢাকা উত্তর ট্রাফিক জোনের বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ২ শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিমের বাসের নীচে চাপা পড়ে করুন মৃত্যু ঢাকাসহ সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে ভীষণ আলোড়ন সৃষ্টি করে। সারাদেশের সড়কে মৃত্যুর মিছিল বন্ধে ছাত্র জনতা রাস্তায় নেমে প্রতিবাদে ফেটে পড়ে। বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল শিক্ষার্থীরা “ডব ডধহঃ ঔঁংঃরপব” শ্লোগানে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। মন্ত্রী, এমপি, পুলিশ ও প্রশাসনের লোকদের অনিয়ম ছাত্ররা জাতির সামনে তুলে ধরে। এই আন্দোলনের দাবী সমূহের সাথে জনগণের ঐক্য গড়ে উঠে। সড়ক, মহাসড়কে মৃত্যুর মিছিল থামছেই না। ফিটনেস বিহীন পরিবহন, অদক্ষ চালক, মালিক-শ্রমিক-প্রশাসনের লাইনম্যান দিয়ে চাঁদাবাজি, পরিবহন নৈরাজ্য এক ভয়াবহ রূপ নিয়েছে।
যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে আজকের এই দিনের স্মরণে এক যৌথ বিবৃতিতে পরিষদের সদস্য সচিব আরমান হোসেন পলাশ, প্রধান সংগঠক মোহাম্মদ শামসুদ্দীন, কেন্দ্রীয় সদস্য মিনারুল ইসলাম বলেন, “পরিবহন নৈরাজ্যের শিকার যাত্রীরা কোনদিন ঐ আন্দোলনের কথা ভুলবে না। শিক্ষার্থীদের আন্দোলনে জনগণের সমর্থন প্রমাণ করে জনগণ পরিবহন নৈরাজ্যের অবসান চায়। নৈরাজ্য সৃষ্টিকারী মালিক-শ্রমিক-প্রশাসনের জড়িতদের শাস্তি চায়Ñবিচার চায়।”
বিবৃতিতে তাঁরা সমালোচনা করে বলেন, “যাত্রী অধিকারের নামে কিছু ব্যক্তি দুর্ঘটনার সংবেদনশীল খতিয়ান দিয়ে চাঞ্চল্য সৃষ্টি ও ব্যক্তিগত স্বার্থ হাসিলে ব্যস্ত। তারা পরিবহন নৈরাজ্য ও যাত্রী অধিকারকে দুর্ঘটনার লোমহর্ষক তালিকা প্রকাশের ফ্রেমে বন্দি করেছে। দুঃখজনক হলেও সত্য বিকল্প যাত্রীর অধিকার সংগঠন গড়ে না উঠায় গণমাধ্যম গুলো তাদের দুর্ঘটনার চাঞ্চল্যকর খতিয়ান প্রকাশের মধ্যেই সংগঠনের কাজ বলে প্রচার করতে বাধ্য হচ্ছে।”
তাঁরা আরো বলেন, “যাত্রী অধিকার, মানবাধিকার, যাত্রীর অধিকার সংরক্ষণে কোন দুর্ঘটনার সংবেদনশীল খতিয়ান প্রকাশ নয়Ñ রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ফলে গড়ে উঠা আন্দোলনেই হোক যাত্রী অধিকার আদায়ের অনুসরনীয় পথ।”

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here