Daily Gazipur Online

নির্দেশনাহীন উচ্চবিলাসী বাজেটে জনগণের স্বার্থ উপেক্ষিত—-ইসলামী ফ্রন্ট

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে নির্দেশনাহীন উচ্চবিলাসী বাজেট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ নঈমুল ইসলাম। বাজেটে জনগণের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করে তিনি আরো বলেন, করোনাকালে জনগণের স্বাস্থ্য ব্যবস্থা ও সামাজিক সুরক্ষারর বিষয়টি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেও সরকারের দৃষ্টি মেগা প্রজেক্টগুলোতেই সীমাবদ্ধ। টাকার অংকে স্বাস্থ্য আর শিক্ষা খাতে বরাদ্দ বাড়লেও ব্যয় ব্যবস্থাপনার নির্দেশনা না থাকার কারণে দুর্নীতি বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে করোনার কারণে থমকে যাওয়া শিক্ষাব্যবস্থার উত্তোরণেও সরকারের নির্দিষ্ট কোন পরিকল্পনা লক্ষ্য করা যায় নি বাজেটে। ডিজিটাল এডুকেশন সিস্টেমের কথা বিশেষজ্ঞরা বললেও ইন্টারনেট পরিষেবায় কর বৃদ্ধির কারণে তাও ভেস্তে যেতে পারে। মোবাইলের কলরেট বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে মোবাইল যোগাযোগ কোন বিলাস বা শখের বিষয় নয়। প্রয়োজনের তাগিদে মানুষের মোবাইল যোগাযোগ করতে হয়। তাই কলরেটে কর বৃদ্ধি করে জনগণের উপর যুলুম করা হয়েছে। ঢালাও ভাবে কালো টাকা সাদা করার সুযোগ ও করোনা মোকাবিলায় থোক বরাদ্দ দিয়ে সরকার দুর্নীতিকে উৎসাহিত করছে বলেও তিনি অভিযোগ করেন।