Daily Gazipur Online

নির্বাচনে বিজয়ী হলে সংগঠনের উন্নয়নে কাজ করে যাবো, সভাপতি প্রার্থী জাহাঙ্গীর আলম

অলিদুর রহমান অলি:টঙ্গী সাব- রেজিস্ট্রী অফিসের দলিল লিখক ও ষ্ট্যাম ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মো: জাহাজীর আলম সভাপতি প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আজ ২১ নভেম্বর টঙ্গী ভেন্ডার কল্যাণ সমিতিয় নির্বাচনে সদস্যদের দাবী দাওয়া আদায়সহ যেকোন দাবী পূরণে অঙ্গীকারবদ্ধ। এ সময় জাহাঙ্গীর আলম বলেন, আমাকে আগামী নির্বাচন অবাদ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হলে আমি বিপুল ভোটে বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই নির্বাচনে সকল ভোটার ও প্রার্থীদের মধ্যে বেশ আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। কে হবেন
আগামী ২১ নভেম্বর নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক। ১৫ সদস্য মিষ্টি কার্যকরি কমিটি নির্বাচিত হলেও তার বিপরীতে ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনে ৩জন সভাপতি, ২জন সাধারণ সম্পাদকসহ সকল পনে একাধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচন সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছেন। এই নির্বাচনে আমাকে সভাপতি প্রার্থী হিসেবে নির্বাচিত করলে আগামী দিনে কল্যাণ সমিতির সকল সদস্যদেরকে নিয়ে কাজ করবেন বলে অঙ্গীকার বাক্ত করেন।