Daily Gazipur Online

নির্বাচন ও দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধ করুন মোমিন মেহেদী

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী এক বিবৃতিতে বলেছেন, নির্বাচন ও দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধ করুন। বিশেষ করে করোনাকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধে এখনই পদক্ষেপ গ্রহণ করুন। তা না হলে ভুলে যাবো যে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, ভুলে যাবো বাংলাদেশে স্বাধীনতার স্বপক্ষের সরকার ক্ষমতায় আছে। যদি বিপদে আপদে জনগনের পাশে না থাকে, যদি যুদ্ধাপরাধী-দুর্নীতিবাজ-জঙ্গীদের সাথে মিলেমিশে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানো হয়; তখন স্বাধীনতা আর স্বাধীনতা থাকে না; পরাধীনতার শৃঙ্খল হয়ে যায়।
২১ মার্চ উক্ত বিবৃতিতে প্রেসিডিয়াম মেম্বার হাবিব চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ শান্তা ফারজানা, সদস্য খুশি করিম, নরেন্দ্র ঋষি, সামিয়া আবেদ প্রিন্সেস, হারিসুল হক খান প্রমুখ বিবৃতিতে আরো বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা যখন নিজস্ব উদ্যেগে সচেতনতা তৈরির জন্য লিফলেট বিতরণ করছে, হ্যান্ডওয়াশ বিতরণ করছে; তখন নির্বাচন করছে সরকার; এটি নিন্দনিয়। এখনই সরকারের উচিৎ হবে নির্বাচন স্থগিত করা।