Daily Gazipur Online

নির্বাচন পরবর্তী জনগণের ভাবনা ও আওয়ামী লীগ সরকারের কাছে প্রত্যাশা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ৩০ ডিসেম্বর শেষে হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ২৬৬ টি আসন নিয়ে টানা তৃতীয় বারের মত সরকার গঠন করতে চলেছে বর্তমান ক্ষমতাশীন দল আওয়ামী লীগ। আগামীতে অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখাই বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ।জনগণ মনে করে নতুন সরকারকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ দুর্নীতিবাজরা যে দলের বা যত বড় নেতাই হোক না কেন, তাদের বিচারের আওতায় আনতে হবে৷ যত কঠিন কাজই হোক না কেন, ঋণ জালিয়াতি ও ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে জনগণের টাকা উদ্ধার করতে হবে এবং একইসঙ্গে দেশের সম্পদ যারা বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে এবং পাচার করা অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে৷বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শামিম বলেন, ‘নতুন সরকারকে সড়ক ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে শতভাগ দুর্নীতিমুক্ত করে সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার সুস্থ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে৷ কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।’
সাধারণ মানুষের চাওয়া, সংঘাত, সংঘর্ষ ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সহনশীলতা ও সমঝোতার রাজনীতি ফিরিয়ে আনতে হবে। উন্নয়নের এই ধারা ধরে রাখতে হবে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যথাযথ ব্যবস্থা নিতে হবে৷ দেশের মানুষের প্রত্যাশা পূরণে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করাই হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ।