‘নিশা’ ছবিতে অরিন

0
259
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: কলকাতার আরো একটি নতুন ছবিতে স¤প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা অরিন। ছবির নাম ‘নিশা’। অরিন জানালেন, কলকাতার নতুন ছবিতে স¤প্রতি যুক্ত হলাম। ‘নিশা’ নামের এ ছবিটি পরিচালনা করবেন অরিজিৎ। ক্যারিয়ারে এর আগে ঢালিউডে মোহাম্মদ আসলামের ‘বেগমজান’ যা বর্তমানে ‘আমার সিদ্ধান্ত’ নামে সেই ছবিতে নাম ভ‚মিকায় কাজ করেছি। এবার কলকাতার ছবিতে নাম ভ‚মিকায় কাজ করতে যাচ্ছি। এটা ভেবে ভালো লাগছে। ‘নিশা’ ছবিটি বাবা-মেয়েকে কেন্দ্র করে।
এটি কোনো হিরো-হিরোইন কেন্দ্রিক গল্পের ছবি নয়। ক্রাইম ফিকশন থ্রিলার মুভি বলা যেতে পারে। থ্রিলার কাহিনি নির্ভর এ ছবিতে নিশা চরিত্রেই দর্শকরা আমাকে দেখতে পাবেন। এ ছবিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন কলকাতার শাশ্বত চট্টোপাধ্যায়। কাজটি নিয়ে আমি আশাবাদী। এ ছবিতে অরিনের বিপরীতে কোন নায়ক অভিনয় করবেন তা এখনো চ‚ড়ান্ত হয়নি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here