নিসু ফাউন্ডেশনের উদ্যোগে এনপিএল ক্রিকেট টুর্নামেন্টের যাত্রা শুরু

0
314
728×90 Banner

ডেইলি গাজীপুর স্পোর্টস: ” মাদক কে না বলি, খেলাধুলা কে হ্যা বলি” এই শ্লোগানকে সামনে রেখে নিসু ফাউন্ডেশন ক্রিকেট ক্লাবের উদ্যোগে এনপিএল ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৯ এর যাত্রা শুরু হয়েছে।
জনবহুল জনপদ যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী খামারবাড়ী মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ২৫ মার্চ এ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়।
টুর্ণামেন্টে মোট চারটি দল অংশ গ্রহন করেছে, অংশগ্রহণকারী দলগুলো হলো- সরদার কিংস, কাজী টাইটান্স, গাজী রয়েল্স, মোল্যা সিক্সার্স। প্রত্যেক দল প্রথম রাউন্ডে ছয়টি করে ম্যাচ খেলবে। প্রত্যেক দল একে অপরের সাথে দুটি করে ম্যাচ খেলবে প্রথম রাউন্ড শেষ হবে ১৯ এপ্রিল।
ইতো মধ্যে ব্যাটিং এ এগিয়ে আছে সরদার কিংস এর মোঃ আরিফ হোসেন। চার ম্যাচে ১১২ রান ও বলিং এ সর্বোচ্চ উইকেট নিয়ে এগিয়ে আছে সরদার কিংস এর মোঃ আল আমিন হোসেন ১০ উইকেট। ইতিমধ্যে টুর্নামেন্টের ১৩ টি ম্যাচের মধ্যে ৬ টি ম্যাচ শেষ হয়েছে।
খেলাটির সার্বিক সহযোগিতায় সামাজিক সংগঠন নিসু ফাউন্ডেশন ও মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় নিউজ পোর্টাল- ডেইলি গাজীপুর ডট কম, জাতীয় দৈনিক নওরোজ, বিডি লাইফ টুয়েন্টিফোর ডট কম, ডিবিএন নিউজ টুয়েন্টিফোর ডট কম ও ফারাবী এ্যাড মিডিয়া।
এনপিএল ক্রিকেট টুর্নামেন্টের সার্বিকভাবে পৃষ্টপোষকতায় আছেন নিসু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ গাজীপুরের চেয়ারম্যান এস.এম. হাফিজুর রহমান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here