Daily Gazipur Online

“নীলা”

…….সালমান শান
নীল নীলিমার ছায়াতলে তুমি অথৈ সাগর,
তোমার তরে বনলতার মেঘে ভেজা আদর,
নুপুর বাজে, মাদল বাজে, বাজে সোনার অলংকার,
যার তরেতে উৎস্বর্গ জীবন তুমিইতো সেই অহংকার,
তোমার প্রেমের ক্ষিপ্ত ধনুক ছুটেছে সীমান্ত ছাড়া,
তোমার নামে নির্দিষ্টতা লাখো-কোটি তারা,
স্নেহের তোমার নিবিড় ছোঁয়া, যায় যাক যতদূর,
টানো আমাকে ইচ্ছে মতন তুমি যত ততদূর,
আলাদা পথে, আলাদা দুজন তবুও ভালোবাসা আছে !
ভালোবাসা যার সংগা সূচনা সৃষ্টি তোমারই কাছে,
ভালোবাসা নেই ভালোবাসা আছে এ কেমন পরিণতী !
ভালোবাসা ছিল ভালোবাসা আছে আছে তার অনুভূতি ।
লেখ্য জগতে উদ্দেশ্য তুমি আমি সেই প্রিয় কবি,
রাতের আকাশে চাদ বুঝি তুমি আমি সোনালী রবি,
চিৎকার আর হাহাকার জুড়ে বাজে তোমারই ধ্বনী,
তোমার লেখা ছন্দমালা সব আজও বসে বসে শুনি,
তোমার দেয়া মেঘ নামটা আজও কী আমার আছে ?
নাকি কালো মেঘে আজ ঢেকে গিয়ে সে দূরে হারিয়ে গেছে,
ভালোবাসা যদি ধ্বংস হতে হয় শ্রেষ্ঠ তৃতীয় জন,
আমি যতটুকু ছিলাম তোমার থাকবেনারে সে জন,
অতীতের আমি এখনোআছি- হোক না যতই হেলা,
তুমিতো আমার রাত্রি সকাল শেষ বিকেলের নীলা ।