Daily Gazipur Online

নূরুল ইসলাম সরকার আওয়ামীলীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার : হাসান উদ্দিন সরকার

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ‘আহসান উল্লাহ মাস্টার হত্যাকান্ডে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকার’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা ন্যায় বিচারের স্বার্থে এ হত্যাকাণ্ডের পুন:তদন্ত দাবি করেছেন। বক্তারা বলেন, আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ড ছিলো আওয়ামী লীগের দলীয় অভ্যন্তরীন কোন্দলের জের। কিন্তু এ হত্যাকাণ্ডকে পূঁজি করে আওয়ামী লীগ তাদের হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিলো। দেশব্যাপী পরিকল্পিতভাবে নারকীয় তাণ্ডব চালিয়ে তৎকালীন চার দলীয় জোট সরকারকে ক্ষমতা থেকে উৎখাত এবং শিল্প শহর টঙ্গীতে ঐতিহ্যবাহী সরকার পরিবারের প্রভাব খর্ব করে এলাকার একচেটিয়া নিয়ন্ত্রণ নিতে স্থানীয় বিএনপির জনপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারকে পরিকল্পিতভাবে সাজানো সাক্ষীতে এ মামলায় ফাঁসানো হয়েছে। আজ বুধবার (৭ মে) টঙ্গী প্রেসক্লাব আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, ‘সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে পশ্চিম আকাশে অস্তমিত হয় যেমন চির সত্য, তেমনি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকার আহাসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডে জড়িত নয় সত্য।’ প্রধান আলোচক হিসেবে বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারকে শোনা কথার সাক্ষীতে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।’
বিশেষ আলোচক টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন বলেন, বিগত স্বৈরশাসক অবৈধভাবে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির আবেদন শুনানী করতে দেয়নি। বছরের পর বছর শুনানী স্থগিত রেখে তাকে কারাগারে নির্মম নির্যাতন চালিয়েছে।
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ মেরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সহসভাপতি শেখ আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, টঙ্গী সচেতন নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম খান (কালা), টঙ্গী থানা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী, কারারুদ্ধ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহানুর ইসলাম রনি, সাংবাদিক নেতা নাসির উদ্দিন বুলবুল, সাংবাদিক মোস্তফা আমীর ফয়সল, বীর মুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিন, সাংবাদিক শামসুল হক ভূইয়া, সাংবাদিক মহিউদ্দিন রিপন, সাংবাদিক মাহবুব চৌধুরী, সাংবাদিক সবুর খান, বাংলাদেশ মানবাধিকার কমিশন গাজীপুর দক্ষিণ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক নাজমুল বারী চৌধুরী ও সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহজাহান শোভন‌ প্রমুখ।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে টঙ্গী নোয়াগাঁও স্কুল মাঠে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে সন্ত্রাসীদের গুলিতে খুন হন আহসান উল্লাহ মাস্টার। এ মামলায় দল্ডপ্রাপ্ত আসামীদের বেশির ভাগই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলো।