“নূর খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়” প্রতিষ্ঠার প্রস্তুতি সভা

0
242
728×90 Banner

পাবন দাস: নরসিংদী-১(সদর)আসনে পর পর চার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য গণমানুষের নেতা প্রয়াত সামসুদ্দিন আহমেদ এর স্বপ্নের স্কুল ‘নূর খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়’ দীর্ঘ ১৫ বছর পর বাস্তবায়িত হতে চলেছে। নরসিংদী সদরের ঘনবসতিপূর্ণ এলাকা নরসিংদী পৌর এলাকার বৌয়াকুড় ও বীর এবং হাজীপুর ইউনিয়ন এলাকার কেন্দ্রস্থল আরশী নগর কালীবাবুর ব্রীজ সংলগ্ন হাজীপুর নদীর পাড় মনোরম পরিবেশে প্রয়াত এমপি সামসুদ্দিন আহম্মেদ এছাক বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য জায়গা নির্ধারণ করে কিছু নির্মাণ কাজও করেছিলেন। কিন্থু তার জীবদ্দশায় তা শেষ করতে পারেননি। দীর্ঘদিন পরে আজকের সামাজিক প্রেক্ষাপটে এর প্রয়োজনীয়তা এলাকাবাসী গভীরভাবে উপলব্ধি করছে। এরই প্রেক্ষাপটে মরহুম সামসুদ্দিন আহম্মেদ এর যোগ্য উত্তরসূরী পরিবারের সদস্যগণের পক্ষে তার বড় ছেলে মোঃ হারুন-অর-রশিদ এর আহŸানে এলাকাবাসীর সমন্বয়ে গত বৃহস্পতিবার বিকেলে(১৩ জুন,২০১৯) এক সভা অনুষ্ঠিত হয়। প্রয়াত সামসুদ্দিন আহম্মেদ এছাক এর আরশীনগরস্থ মাজার প্রাঙ্গনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মোঃ ওমর আলী প্রধান। প্রধান অতিথি ছিলেন প্রয়াত সামসুদ্দিন আহম্মেদ এছাকের সহধর্মিনী সাবেক এমপি বেগম রোকেয়া আহম্মেদ লাকী। শুরুতে বিদ্যালয়টির প্রয়োজনীয়তা তুলে ধরে তা প্রতিষ্ঠার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করে স¦াগত বক্তব্য রাখেন প্রয়াত এমপির পুত্র মোঃ হারুন-অর-রশিদ।
সামসুদ্দিন আহম্মেদ এছাক সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদক ও বাদুয়ারচর আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অঙ্গীকার করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক জ্যোতিরাম দাস, নরসিংদী পাইলটা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক বীর মুক্তিযোদ্ধা কেশব দাস, হাতী মার্কা সাবানের ম্যানেজিং ডিরেক্টর মোজাম্মেল হক ভূঞা,রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,সাবেক ছাত্রলীগ নেতা আবুল বাশার,এমপি পুত্র যথাক্রমে সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কবির আহম্মেদ, নাসির আহম্মেদ ও শাহরিয়ার সামস্ কেনেডি,হাজীপুরের বিশিষ্ট সমাজ সেবক নাদির সরকার ও নাসির উদ্দিন সরকার, বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাংবাদিক হলধর দাস,সমাজ সেবক জাহাঙ্গীর প্রধান,আকরাম হোসেন,মলয় বর্মণ,গৌরাঙ্গ দাস,শামসু মিয়া, লাল মিয়া শিকদার, টিপু সুলতান, জয়দেব বর্মণ, শাহজাহান মোক্তার,শাজাহান প্রধান, আলীনূর হোসেন,সুকুমল দাস, শংকর দাস, বীরপুরের বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মোমেন প্রমুখ। বিদ্যালয়টি প্রতিষ্ঠায় অনেকেই সভায় এককালীন অনুদান প্রদান এবং প্রয়োজনে আরো অনুদান দেয়ার ঘোষণা দেন। আগামী ২০২০ সালের ১ জানুয়ারি থেকে বিদ্যালয়টি চালু করার সর্বসম্মতি সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে প্রয়োজনীয় অবকাঠামো প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়া হয় এই সভায়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here