Daily Gazipur Online

নোয়াখালীর পশ্চিম চাঁদপুর খলিফাপাড়া রাস্তার বেহাল দশা

মোঃরফিকুল ইসলাম মিঠু: নোয়াখালী -২ সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম এম.পি মহোদয় ও ৪নং কাদরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান পলাশ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি।আপনারা সেনবাগ থানায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়াড়ে বিপুল সংখ্যক কাজ করে যাচ্ছেন তাতে আমরা অনেক আনন্দিত।কিন্তু আমাদের ৪নং কাদরা ৮নং ওয়াড়ের পশ্চিম চাঁদ পুর খলিফা পাড়ার রাস্তাটা বেহাল অবস্থা,যাতায়াত ও গাড়ি চলাচলে বিভিন্ন সমস্যা হচ্ছে।যেখানে ভাড়া ছিলো ৩০ টাকা বর্তমানে ৫০-৬০টাকা ভাড়া দেওয়া হলে রিক্সা চালকদের মনে কষ্ট আসে। এ রাস্তা দিয়ে অসংখ্য স্কুল কলেজ মাদরাসার ছাত্র ছাত্রী যাতায়েত করে। তা ছাড়া প্রতিদিন হাজার পথচারী এ সড়কটি ব্যবহার করে। কিন্তু গত ১৬ বছর আগে এ রাস্তা টা একবার সংস্কার হয়েছে। বর্তমানে রাস্তাটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। গতবছর বন্যায় রাস্তাটির বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়ে যাতাযাতের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।গত ১৬ বছর পূর্বে রাস্তাটা পাকা হয়েছিলো । কিন্তু বহুদিন যাবৎ সংস্কার কাজ না হওয়ায় রাস্তার ইটগুলো খসে পড়েছে এবং কোনো কোনো স্থানের মাটিও ভেঙে পড়ে যাচ্ছে। অথচ এ রাস্তা দিয়ে মানুষ বাজারে, হাসপাতালে, কলেজ ও মাদ্রাসায় হেটে যাওয়ার অনুপযোগী হয়ে পড়েছে । রাস্তাটির বিভিন্ন স্থানে এমনই গর্তের সৃষ্টি হয়েছে যে, যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই দুস্কর তাই রাস্তাটির আশু সংস্কারের ব্যাবস্থা করা না হলে অত্র এলাকার জনগণের দুর্ভোগের সীমা থাকবে না। ইতোপূর্বে এ ব্যাপারে কয়েকবার আবেদন করেও কোনো সাড়া পাওয়া যায়নি।অবিলম্বে রাস্তাটির সংস্কার সাধন করলে অত্র এলাকার জনগণের মুখে হাসি ফুটবে।
এ ব্যাপারে যোগাযোগ মন্ত্রীর সিনিয়ার তথ্য কর্মকর্তা আবুনাছের টিপুর হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।