Daily Gazipur Online

নৌকা ভ্রমনের নামে অশ্লীলতা বন্ধ হউক

মোঃ বায়েজীদ হোসেন : বাংলাদেশ নদী মাতৃক দেশ। বর্ষা এলেই শহর কেন্দ্রীকভ্রমণ পিপাসুরা জল পথে ভ্রমনের আয়োজন করে থাকে। কোষা নৌকা, ইঞ্জিন চালিত নৌকা, ট্রলার, লঞ্চ সহ বিভিন্ন নৌ যান দিয়ে জল পথে ভ্রমন করে থাকে ভ্রমন পিপাষুরা। উপভোগ করে বাংলার ঐতিহ্য। নদ-নদী, হাওর, খাল-বিল ঘুরে বেড়ায়, ভোগ করে বর্ষার সৌন্দর্য্য। পরিবার-পরিজন নিয়ে অথবা সমবয়সী বন্ধু-বান্ধব ক্ষেত্র বিশেষে এলাকা ভিত্তিক সকল বয়সীরা এসব ভ্রমন করে থাকে। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে উঠতি বয়সের যুবকরা নৌকা ভ্রমনের নামে নারীর অশ্লীল নৃত্য সহ অশ্লীলতায় মেতে থাকে প্রকাশ্যে। যা সমাজে অগ্রহণযোগ্য। এসব দৃশ্য চোখে না দেখার মতো। আইনি কোনো পদক্ষেপ না নেওয়ার কারনে দিন দিন এসব অশ্লীলতা বেড়েই চলেছে। পতিতা ব্যবসার মতো ঘাটে ঘাটে ট্রলার অথবা লঞ্চ মালিকরা এসব ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এসব কারনে এখন আর পরিবার-পরিজন নিয়ে নৌ ভ্রমনে যেতে পারছে না সুধী জনেরা। বিশেষ করে ঢাকা জেলার নারায়নগঞ্জ, গাজীপুর জেলার পূবাইল এলাকার ট্রলার মালিকরা এসব ব্যবসা করে থাকেন। এখনি এসব অশ্লীলতা বন্ধ না করলে ভবিষ্যতে নৌ ভ্রমন বন্ধ হয়ে যাওয়ার আশংকা রয়েছে। বিষটির উপর গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ও নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপারের সু-দৃষ্টি কামনা করছেন সচেতন মহল।