নড়াইলের ঐতিহ্যবাহী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল

0
219
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের ঐতিহ্যবাহী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার (১৯ মে) ইফতারির সময় মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার হেফজ খানার সভাপতি মোঃ আইয়ুব আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি এ্যাড. ওমর ফারুক, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীবৃন্দ। ইফতার মাহফিলের শুরুতে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) বলেন, নড়াইল ইসলামিয়া ফাজিল মাদ্রাসাটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে পেরে তিনি নিজের্কে গর্বিত মনে করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here