নড়াইলের কালনা ফেরিঘাটে বেড়েছে ভোগান্তি

0
188
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের মধুমতী নদীর কালনা ফেরিঘাটের যানবাহন পারাপারে ব্যবহৃত তিনটি ফেরির মধ্যে দুটি ফেরি বিকল হয়ে পড়ে রয়েছে। যার কারণে খুলনা বিভাগের নড়াইল, যশোর, সাতক্ষীরাসহ পার্শ্ববর্তী জেলার যানবাহন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতে দুর্ভোগে পড়তে হচ্ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য গুরুত্বপ‚র্ণ এ ফেরিঘাটে তিনটি ফেরির মধ্যে বর্তমানে দুটি বিকল থাকায় উভয়পাড়ে প্রতিদিন শত শত গাড়ি ঘণ্টার পর ঘণ্টা পারাপারের অপেক্ষায় রয়েছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং ফেরির চালক আয়ুব হোসেন বলেন, এ ঘাটে তিনটি ফেরি আছে। একটি ইউটিলিটি টাইপ-১-এর ১৬ নন্বর ফেরি। এটি ছোট, এতে ৭-৮টি গাড়ি ধরে। সোমবার (২৫ মার্চ) অন্যটি ইউটিলিটি টাইপ-১-এর ৪ নন্বর ফেরি। এটি বড়, ১৬-১৭টি গাড়ি ধরে এটিতে। এ ফেরিটি ১৫ দিন ধরে বিকল হয়ে পড়ে আছে। আরেকটি ইউটিলিটি টাইপ-১-এর ৫ নন্বর ফেরি। সেটি এক বছর আগে মেরামতের জন্য ঢাকায় নেয়া হয়েছে। এখনও তা ফিরে আসেনি। এই ঘাটের ছোট ১৬ নন্বর ফেরিটি শুধু সচল রয়েছে। তাও জারাজীর্ণ। তলদেশে অসংখ্য ছিদ্র। সে ছিদ্র দিয়ে পানি উঠে। এ ফেরিতে ৭-৮টি গাড়ি ধরে। তাই অসংখ্য যাত্রবাহী গাড়ি, মালবোঝাই ট্রাক, কাভার্ড ভ্যান ও অন্যান্য যানবাহন উভয়পাড়ে আটকে আছে। চার নন্বর ফেরিটি ঝালাই করে মেরামতের কাজ চলছে ঘাটেই। এর পাটাতন পুরোটাই জোড়াতালি দেয়া। এসব ফেরিতে পারাপারের সময়ে আতঙ্কে থাকেন যাত্রী ও ব্যবসায়ীরা। ২০১৪ সালের ১৮ জুন গভীর রাতে এ ধরনের জারাজীর্ণ একটি ফেরি পানিতে ডুবে যায়। যশোরের মুড়লি মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বনভোজনে যেতে গিয়ে ফেরিঘাটে প্রায় তিনঘণ্টা আটকে আছেন। শিক্ষার্থী সোহান, আনাম ও শান্ত রায় বলেন, এ দুর্ভোগে পড়ব জানলে এদিকে বনভোজনে আসতাম না। ট্রাকচালক সজীবুল বলেন, যশোর থেকে এসেছেন, গোপালগঞ্জ থেকে কাট বোঝাই করে ফিরবেন। প্রায় সাড়ে তিনঘণ্টা ঘাটে আটকে আছেন। কাভার্ড ভ্যান চালক ইদ্রিস সরদার বলেন, ঢাকা থেকে কোম্পানির মালামাল নিয়ে যশোর যাচ্ছেন। এ ঘাটে প্রায় তিন ঘণ্টা আটকে আছেন। ফেরির ইজারাদার মঞ্জুরুল হাসান বলেন, ১৯৮৬ সালে নিমার্ণ করা এসব ফেরির পাটাতন সেকালে। ১০ টনের বেশি ওজনের ট্রাক এ পাটাতন সইতে পারে না। বর্তমানে অধিকাংশ ট্রাক ৩০-৪০ টনের উপরের। এছাড়া বড় বড় কাভার্ডভ্যান চলে নিয়মিত। নতুন তিনটি ফেরি দরকার। ফেরির জন্য অনেকবার বলেছি। ফেরি বিভাগের গাফিলতির জন্য এ দুর্দশা পোহাতে হচ্ছে। সওজ ফরিদপুর অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী (ফেরি) মাসুদ হাসান বলেন, ‘এ ঘাটে মানুষ খুবই দুর্ভোগ পোহাচ্ছে। নতুন ফেরির জন্য অনেকবার লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ পরিবহন সংশ্লিষ্ট স‚ত্র জানায়, এ ফেরিঘাট দিয়ে চলাচলে ঢাকার সঙ্গে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল, যশোর, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, ঝিনাইদহ এবং শিল্প ও বাণিজ্যিক শহর নওয়াপাড়াসহ এ এলাকার দ‚রত্ব অনেক কমে আসে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here