নড়াইলের দুটি পৌরসভায় আ’লীগের প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত

0
134
728×90 Banner

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের দুটি পৌরসভায় আওয়ামীলীগের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
নড়াইল সদর পৌরসভায় আওয়ামীলীগের প্রার্থী আঞ্জুমান আরা ১৯হাজার ২৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি বিএনপি’র জুলফিকার আলী মন্ডল পেয়েছেন ৩হাজার ৮শ ৭১ভোট।
কালিয়া পৌরসভায় আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা ১২ হাজার ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি বিএনপি’র সমর্থিত প্রার্থী স. ম ওয়াহিদুজ্জামান মিলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬০৯ ভোট।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ ওয়ালিউল্লাহ জানান, নড়াইল পৌরসভায় ৭৪.৯২ শতাংশ এবং কালিয়া পৌরসভায় ৮২ শতাংশ ভোট প্রদান করা হয়েছে। এদিকে কোন প্রকার বড় ধরনের সহিংসতা ছাড়াই নিবিঘে্ন ভোট গ্রহন শেষ হয়েছে, নির্বাচন পরবর্তী যে কোন ধরনের সহিংসতা এড়াতে মাঠে পুলিশ, বিজিবি ও র‌্যাব তৎপর রয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম। নড়াইল পৌরসভায় মোট ১৪টি কেন্দ্র এবং কালিয়াতে ৯টি কেন্দ্রে ভোট প্রদান করেছেন। নড়াইল পৌরসভায় ৩৪হাজার৩’শ ১৩ এবং কালিয়া পৌরসভার ১৬ হাজার ৩’শ ৮৩ ভোটার রয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here