নড়াইলের পল্লীতে যুবককে কুপিয়ে হত্যা ৩২ জনকে আসামী করে থানায় মামলা

0
177
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের পল্লীতে বনি মোল্যা (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ৩২ জনকে আসামী করে নড়াইলের কালিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে নিহতের পিতা হাসেম মোল্যা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। ঘটনার পর থেকে উপজেলার পারবিষ্ণপুর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, নড়াইলের পারবিষ্ণপুর গ্রামের মিহির মোল্যা গ্রুপ ও সালাম শেখ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১১মে সকালে মিহির গ্রুপের সমর্থক বনি মোল্যা নিজস্ব মাছের ঘেরে কাজ করতে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। পুত্র হত্যার ঘটনায় পিতা হাসেম মোল্যা বাদি হয়ে প্রতিপক্ষের দল নেতা সালাম শেখসহ ৩২ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।
নড়াইলের কালিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, ‘বনি হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থলে সার্বক্ষনিক পুলিশের টহল টিম রয়েছে। আসামী গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here