উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম বার) কে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় দুটি ক্যাটাগরিতে পুরস্কৃত করেছেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিউদ্দিন (বিপিএম, পিপিএম বার)। শনিবার (১৫ জুন) সকাল ১০টায় খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মে/২০১৯ মাসে ওয়ারেন্ট তামিল ও মামলা নিষ্পত্তিতে খুলনা রেঞ্জের (১০টি) জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম বার)। তাঁর এ সম্মাননার স্মারক হিসেবে তাঁর হাতে দুটি ক্যাটাগরির দুটি ক্রেস্ট তুলে দেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিউদ্দিন (বিপিএম, পিপিএম বার)। এ সময় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিসহ খুলনা বিভাগের সকল জেলার পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট স‚ত্রে জানা যায়, গুরুত্বপ‚র্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলাম‚লক আচরণের মাধ্যমে প্রশংসনীয় কাজের অবদানের জন্য চলতি বছরের ৪ ফেব্রæয়ারি রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম বার) কে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’- সেবা পিপিএম (বার) পদক তুলে দেন। এর আগে ২০১৭ সালের ২৩ জানুয়ারি রাজারবাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ পদক গ্রহণ করেন তিনি। বিদেশিদের নিñিদ্র নিরাপত্তা দেয়ায় ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের তৎকালীন ডিসি হিসেবে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনকে পিপিএম (সাহসিকতা) পদক প্রদান করা হয়। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম বার) কে পুরস্কার প্রদানের পর খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিউদ্দিন (বিপিএম, পিপিএম বার) তাঁর বক্তব্যে বলেন, নড়াইলবাসী সত্যিই ভাগ্যবান জসিম উদ্দিনের মতো একজন পুলিশ সুপারকে পেয়ে। নড়াইলের পুলিশ সুপার সম্পর্কে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় যে সকল সংবাদ ছাপা হয় তা দেখে আমি আরো বেশি গর্ববোধ করি। নড়াইলের পুলিশ সুপারের কাজের উপর সন্তোষ প্রকাশ করে তিনি তাঁর ভ‚য়সী প্রশংসা করেন। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম বার) গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে বলেন, নড়াইল জেলাকে আমার নিজের জেলা হিসেবে মনে করি। এ জেলা অনেক গুণীজনের পূণ্যভ‚মি। আর সেই ভ‚মিকে কেউ কলুষিত করার চেষ্টা করলে আমি তাকে কঠোর হস্তে দমন করতে পিছপা হবো না। পুরস্কার প্রাপ্তির বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বলেন, মে/২০১৯ মাসে ওয়ারেন্ট তামিল ও মামলা নিষ্পত্তিতে খুলনা রেঞ্জ ডিআইজি মহোদয় আমাকে আজ এ সম্মানে ভ‚ষিত করেছেন। পরবর্তীতে আমার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি মত প্রকাশ করেন।