Daily Gazipur Online

নড়াইলের রং-বেরঙের ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে পতেং, কোয়ারে, চিল, জের, মানুষসহ রং-বেরঙের নানা ধরণের ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সীমাখালি যুব সংঘের আয়োজনে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সীমাখালি মধ্য পাড়ার বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় যৌথভাবে নড়াইলের জায়াদ ও অহি -১ম স্থান, সীমাখালির জিহাদ- ২য় এবং সীমাখালির সাইফুল ৩য় স্থান লাভ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান। ৫০টির অধিক বিভিন্ন ধরনের ঘুড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পলাশ মোল্যার সভাপতিত্বে পরে সন্ধ্যায় নড়াইল-কালনা সড়কের মালিবাগ মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক নাছিম মিনা বলেন, তিন বছর ধরে ঘুড়ি ওড়ানো উৎসবের আয়োজন করা হয়। বর্তমান সময়ে যুব সমাজ ফেসবুক, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে। বাংলা বছরের বিদায়ের সময় এমন আয়োজন মানুষকে কিছুটা হলেও আনন্দ দেয়া সম্ভব হয়েছে। ঐতিহ্যকে ধারণ করে আগামীতে আরো বড় আকারে আয়োজনের পরিকল্পনা রয়েছে।