Daily Gazipur Online

নড়াইলের রাস্তায় হঠাৎ উট!

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: এভাবেই নড়াইল সদর উপজেলার গোবরা বাজার এলাকায় উট নিয়ে চলছেন সামনে ঈদ আর এই ঈদকে সামনে রেখে নড়াইলের প্রত্যন্ত গ্রামের এক প্রবাসী তাঁর পালিত উট নিয়ে রাস্তায় বের হয়েছেন। গতকাল এলাকার লোকজন এত বড় পশু দেখে বেশ অবাক! কেউ টাকা দিচ্ছেন, কেউ-বা দিচ্ছেন খাবার। এভাবেই নড়াইল সদর উপজেলার গোবরা বাজার এলাকায় উট নিয়ে চলছেন দুজন।