Daily Gazipur Online

নড়াইলের লোহাগড়া থানা হবে জনবান্ধব—- ওসি আলমগীর

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোঃ আলমগীর হোসেন। সর্বশেষ তিনি পুলনা পিটিসি ট্রেনিং সেন্টারে ছিলেন। এর আগে তিনি ওসি অভয় নগর ও চট্ট্রগ্রামের পাহাড়তলির ওসি হিসাবে ছিলেন । মোট তিনি ১৩ বছর বাংলাদেশের বিভিন্ন থানায় ওসি হিসাবে দায়ীত্ব পালন করে অসছেন। ১৯৯১ সালে তিনি পুলিশ বাহিনীতে এস আই হিসাবে যোগদান করেন। নড়াইলের লোহাগড়াকে বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মুলে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন। এছাড়া তিনি পুলিশকে জনবান্ধব করে গড়ে তোলার লক্ষে কাজ করবেন। তিনি বলেন, অপরাধ জড়িত, এ জন্য সর্বোচ্চ নির্মুলে কাজ করবো। সন্ত্রাস, জঙ্গীবাদ, ধর্মীয় অপপ্রচার রোধে সবার সহযোগিতা কামনা করেন। এরআগে লোহাগড়া থানার ওসি স্ট্যান্ডরিলিজ হয় প্রশাসনিক কাজে অবহেলার কারণে নড়াইলের লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্যান্ডরিলিজ (তাৎক্ষণিক স্টেশন ত্যাগ) করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে স্যান্ডরিলিজ করা হয়। বিষয়টি মঙ্গলবার সকালে বিভিন্ন মহলে জানাজানি হয়। মোকাররম হোসেনকে লোহাগড়া থানার ওসির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মেহেরপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। মোকাররম হোসেন চলতি বছরের ২৭ মে নড়াইলের লোহাগড়া থানায় যোগদান করেন