নড়াইলের স্কুলছাত্রী নুপুরকে ছয়দিন আটকে রেখে ধর্ষণ পর হত্যা

0
200
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের স্কুলছাত্রী নুপুরকে অপহরণের পর ধর্ষণ ও হত্যা। রোববার সন্ধ্যায় হাসপাতাল থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নুপুর নড়াইলের নোয়াগ্রাম ইউপির রায়গ্রামের হিরু বিশ্বাসের মেয়ে ও আরকেকে জনতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। নিহতের চাচা বাচ্চু বিশ্বাস ও আব্দুল করিম অভিযোগ করেন, ছয়দিন আগে নুপুর নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রোববার সন্ধ্যার পর খবর পেয়ে নড়াইলের লোহাগড়া হাসপাতালে এসে নুপুরের মরদেহ পেয়েছি। তারা অভিযোগ করেন, নড়াইলের ব্যাম্রনডাংগা গ্রামের ওবায়দুর রহমান মানিকের ছেলে রবিউল ইসলাম রুবেল ও নড়াইলের নলদীর জালালসী গ্রামের চান সরদারের ছেলে আজাদ সরদার পরস্পর যোগসাজসে নুপুরকে তার বাড়ি থেকে অপহরণ করে নড়াইলের লোহাগড়া বাজারের পোদ্দারপাড়া গ্রামের মিনির বাসায় রেখে গণধর্ষণ করে। এ বিষয়ে মিনি বেগম বলেন, চার-পাঁচদিন আগে নুপুর আমার বাড়ি ভাড়া নিয়েছিল। রোববার সন্ধ্যায় নুপুর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসি। নড়াইলের উপজেলা হাসপাতালের আরএমও মো. আব্দুল­াহ আল মামুন বলেন, হাসাপাতালে আনার আগেই নুপুরের মৃত্যু হয়েছে। নড়াইলের লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন বিস্তারিত বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here