নড়াইলে কুপিয়ে হত্যা

0
187
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গোলাম সিকদারকে (৬০) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। গোলাম তারাশি গ্রামের মাজেদ সিকদারের ছেলে। এলাকাবাসী জানান, নড়াইলের তারাশি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সরোয়ার মোল্যা ও বরকত পক্ষের লোকজনের মধ্যে কয়েকদিন ধরে দ্ব›দ্ব-সংঘাত ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে আসছিল। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকেলে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এরপর শুক্রবার বেলা ১১টার দিকে আবারো দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে বরকত পক্ষের গোলাম সিকদারকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। এদিকে বরকত পক্ষের লোকজন জানান, গত ২৪ মার্চ অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে এ ঘটনা ঘটেছে। তবে নড়াইল থানার ওসি ইলিয়াস হোসেন (পিপিএম) জানান, নির্বাচনী সহিংসতায় নয়, গ্রাম্য বিরোধকে কেন্দ্র করেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ওই গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here