Daily Gazipur Online

নড়াইলে গাজাঁসহ ডিলার গ্রেফতার

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইল ডিরি’র বিষেশ অভিযানে ২৫০ গ্রাম গাজাঁসহ এক ডিলারকে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ। জেলা ডিবি পুলিশের এস আই সৈায়দ জামারত আলী জানান, নড়াইলের পুলিশ সুপার (এসপি) সারের গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত গভীর রাতে নড়াইলের ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার হয়। নড়াইলের ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান সঙ্গীও ফোর্সসহ, চাচুড়ি ইউনিয়নের দাদন তলা গ্রাম থেকে ২৫০ গ্রাম গাজাঁসহ ব্যবসায়ী, মুস্তাকিম শেখ শান্ত (২২)কে গ্রেফতার করে। নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, মুস্তাকিম শেখ শান্তর নামে একাধীক মাদক মামলা আসামী তার বাকি সহযোগীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে কালিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। এর আগে এক অভিযানে কারেন্ট জাল ও ১৫ কেজি ডিম ওয়ালা ইলিশ মাছ জব্দ, করা হয়। এদিকে নড়াইলের পেড়লী ইউনিয়নের জামরিল ডাঙ্গা বাজার এলাকা অভিযান চালায় এ সময় জুয়া খেলা অবস্থায় জুয়াখেলা সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জুয়ারী কে গ্রেফতার করে করেছে নড়াইল গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতার করে নড়াইলের কালিয়া থানায় সোপর্দ করা হয়। নড়াইল ডিরি’র এস আই আরো বলেন, জুয়ারীদের উপরে সাড়াশী অভিযান চালানোর ধারাবাহিকতায়, আমাদের এসপি স্যারের নির্দেশনায় নড়াইল জেলা সকল জুয়া ও ক্যাসিনো নামক স্থানে আমরা নিয়মিত অভিযান চালিয়ে জুয়ারীদেরকে আটক করে। নড়াইল সদর থানার একাধিক মাদক মামলার পলাতক সোনাতন বিশ্বাস সোনা (৩৫) পিতা মৃত ভরত বিশ্বাস’র ছেলে নড়াইল সদর উপজেলার পুরাডাঙ্গা থেকে ১০ পুরিয়া গাজা সহ গ্রেফতার করে। পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), আরো জানান নড়াইলের সকলকে, ইয়বা, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহŸান জানান। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন।