Daily Gazipur Online

নড়াইলে গাড়ীর কাগজপত্র চেক ও তলাশী অভিযান

নড়াইল প্রতিনিধি: পুলিশ সুপার’র মহতী উদ্যোগে নড়াইলের পুলিশ বিভাগের নিয়মিত গাড়ীর কাগজপত্র আছে কিনা চেক করছন: সরকারের কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে, চলছে রেজিস্ট্রেশন বিহীন গাড়ী এবং ড্রাইভিং লাইসেন্স বিহীন চালক, মামার গাড়ী চালায় ভাগিনা আর চাচার গাড়ী চালয় ভাতিজা এর ফলে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্স বিহীন কয়কজন চালক এর নিকট কথা হলে, জানা যায় ৩০০০০ টাকা শোরুমে জমা দিলে গাড়ী পায়াযায় ঠিকই কিন্তু মেলে না কাগজ পাতি। মাসের পর মাস ধরে টানতে হয় ঋণের বোজা কিস্তির টাকা। রেজিস্ট্রেশন এর দায়ভার শোরুম কর্তৃপক্ষের উপর থাকলে আমাদের মত স্বল্প আয়ের গ্রাহকগণের সুফল হয় বলে জানান তারা। অন্যদিকে ড্রাইভিং লাইসেন্স ধারী কয়েকজন চালক এর নিকট জানতে চাইলে তারা বলেন তিন কিস্তিতে ৮০০০ টাকা দিলে নাকি ড্রাইভিং লাইসেন্স হয়ে যায়। তারা আরও বলেন সর্বপ্রকার প্রসেসিং মেন্টেন করে রিটেন ভাইভা ট্রেনিং এ যোগদান করলেই চলবে কোন প্রকার পাস ছাড়াই মিলে যাবে ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের গাড়ী এবং চালক জনজীবনের ঝুঁকি ও অভিশাপ বলে মনে করেন সমাজের মানুষেরা তারা বলেন এই ধরনের গাড়ী এবং চালক বর্জনের লক্ষ্যে সড়ক ও পরিবহন মন্ত্রী ও স স স্থানের উর্দ্ধতন কর্মকর্তাদের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেন নড়াইলের দৈনন্দিন পথচলা যাত্রী এবং সর্ব স্তরের জনসাধারণ। পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম) বার, রেজিস্ট্রেশন মটর সাইকেল, বিহীন ড্রাইভিং, ইয়াবা পাচারকারী অপরাধীদের ধরতে নড়াইলের পুলিশ বিভাগ নিয়মিত গাড়ীর চেক চলছে সাঁড়াশি অভিযান নড়াইল থেকে মাদক জংগি মুক্ত করার লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। যতদিন নড়াইল জেলা মাদক মুক্ত না হবে ততদিন এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও ইয়াবা ও গাজা, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত নড়াইল গড়ার প্রত্যয়ে সকলকে একযোগে কাজ করার আহŸান জানিয়ে পুলিশ সুপার তাঁর বক্তব্য সমাপ্ত করেন।